রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মতলব উত্তর

মাহবুব আলম লাভলু ॥
বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৬ মার্চ মঙ্গলবার ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্যের বেদিতে মতলববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠন, সাংবাদিকদসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

শেখ রাসেল (প্রস্তাবিত) মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, একেএম গোলাম নবী খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) শামীমা ইয়াছমিন।

ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করেছে ওটারচর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে জীবগাও জেনারেল হক হাই স্কুল ও কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ফরাজীকান্দি আল-আমিন এতিমখানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়