প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলার দোয়া ও ইফতার
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রীপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া, আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ কামাল হোসেনসহ আইনজীবীগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম পাটোয়ারী।