প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে নির্বাচনী মাঠে নেমেছে প্রার্থীরা। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরীর সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সোমবার ২০ ডিসেম্বর বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ধানুয়া বাজার হতে মিছিলটি শুরু করে পূর্ব ধানুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধানুয়া বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোনায়েম খান, সংসদ সদস্যের প্রতিনিধি পুতুল সরকার, মোঃ সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ প্রায় দুই সহ¯্রাধিক নেতা-কর্মী গণমিছিলে অংশ নেন।