প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) কমপ্লেক্সের উদ্যোগে ২২ ডিসেম্বর বুধবার প্রথম বারের মতো বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে। এ মাহফিল সফল করার লক্ষ্যে ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার খিড্ডা গ্রামে অবস্থিত হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) কমপ্লেক্স মিলনায়তনে কচুয়ায় সাংবাদিকদের সাথে আয়োজক কমিটির প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভী মোঃ আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফিলের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক অধ্যাপক মোঃ এমদাদ উল্যাহ। তিনি তার বক্তব্যে বলেন, কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদ, হযরত আবু বকর (রাঃ) ফোরকানিয়া মাদ্রাসা (মক্তব), হযরত আবু বকর (রাঃ) পারিবারিক কবরস্থান ও হযরত আবু বকর (রাঃ) ইসলামী পাঠাগারের অনন্য ভূমিকা রয়েছে।
সভায় সমাজসেবক মোঃ আবিদ আলী মুন্সী মোঃ আবুল কাশেম, মোঃ জামাল হোসেন, হাজী শামছুল হক, মোঃ রিয়াজ হোসেন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২২ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত এ মাহফিলে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে মাহফিলে বয়ান রাখেন উজানী পীর সাহেব হযরত মাওলানা আশেক এলাহী, মাদ্রাসার নাযেমে তালীমাত মাওলানা আব্দুর রহমান, মুহতামিম মাহবুবে এলাহী, হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আশরাফী, কচুয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা ও হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান কাসেমী। উক্ত মাহফিল সফল ও সার্থক করে তুলতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।