প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
উপজেলা প্রেসক্লাব হাইমচরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ সাহেদ হোসেন দীপু নির্বাচিত হন।
গতকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার সকালে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রতিষ্ঠাতা পরিষদ ও সাধারণ পরিষদের উপস্থিতিতে কার্যকরী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ হাইমচর প্রতিনিধি জিএম জহির, সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক চাঁদপুর কণ্ঠ হাইমচর প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি মোঃ হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুর হাইমচর প্রতিনিধি মোঃ শরীফ হোসাইন, অর্থ সম্পাদক দৈনিক চাঁদপুর দর্পণ হাইমচর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক শপথ মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য দৈনিক চাঁদপুর দিগন্ত ব্যুরো ইনচার্জ জি. এম. ফজলুর রহমান আকাশ, পাবলিক নিউজ ব্যুরো ইনচার্জ জাহাঙ্গীর সিকদার ও দৈনিক চাঁদপুর সময়ের হাইমচর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা প্রেসক্লাব হাইমচরের সদস্য মোঃ তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ রাসেল, আব্দুর রহিম রুবেল, গাজী মাজহারুল ইসলাম শওকত, শরিফুল ইসলাম, রাশেদ মিজি ও মোঃ সোলাইমান জিহাদ।
সমাপনী বক্তব্য প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন, সাংবাদিকরা জাতির আয়না। সমাজের দর্পণ। তাই তাদের মাঝে সমাজের অসঙ্গতি ও দুর্গতি তুলে ধরার দৃঢ় প্রত্যয় থাকতে হবে।