শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী (বিজয় দিবস-২০২১) উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যাহ্, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ মুজিবুর রহমান তালুকদার, শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক মোঃ সেলিম, নাজমা আক্তার, প্রভাষক প্রদীপ কুমার দাস, মোহাম্মদ এয়াছিন মিয়া ও মোঃ রেদোয়ান আহমদ মজুমদার।

প্রভাষক তৌহিদা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়