প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে হিউম্যানিটি অরগানাইজেশানের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণপুর ডিগ্রি কলেজ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের হাতে ছিলো জাতীয় পতাকা।
‘এক কণ্ঠে আওয়াজ তোল, মানব সেবায় এগিয়ে চলো’ এই শ্লোগানকে সামনে রেখে সদ্য প্রতিষ্ঠিত হওয়া হিউম্যানিটি অরগানাইজেশন তরুণদের এক মিলনমেলা। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ আলী বলেন, আমরা তরুণরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর সেনানীদের পথ অনুসরণ করে মানব সেবায় নিজেদের উজাড় করে দিবো। পরে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাসুম, শাহপরান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম, আবু সুফিয়ান মেহেদী, মিরাজ প্রধান, মশিউর রহমান বাঁধন, সুজিত দেবনাথ, মোঃ রাতুল, ইমন প্রমুখ।