প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবসে চাঁদপুর পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস তার সভাপ্রধানের বক্তব্যে স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন এবং তিনি জাতির পিতার আত্মজীবনী পড়ার জন্যে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জাতির জনকের আদর্শ তোমাদের অনুকরণীয় হতে পারে। সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ফেরদৌস, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, ওয়াহিদুর রহমান লাভু, দুলাল চন্দ্র রায়, তাপসী চক্রবর্তী, সিক্তা সাহা, বিশ^জিৎ চন্দ, দিলীপ দেবনাথ, গীতা মজুমদার, মঈনউদ্দিন খান, মামুন মজুমদার, অমল কৃষ্ণ নন্দী প্রমুখ।