প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবসের সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন চাঁদপুর জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ। তারা ১৬ ডিসেম্বর সকালে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’র পাদদেশে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি লীলা মজুমদার, সাধারণ সম্পাদক কাজী সুরাইয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না ভট্টাচার্য, লিগ্যাল এইড সম্পাদক রওশন আক্তার, প্রশিক্ষণ সম্পাদক রিতা চক্রবর্তী, আন্দোলন সম্পাদক কৃষ্ণা সাহা, অর্থ সম্পাদক শিখা চক্রবর্তী, সদস্য সীমা পাল, ছন্দা মজুমদার, অঞ্জলী কর্মকার, শেফালী প্রমুখ।