প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত, বিজয় দিবসের আলোচনা, মুক্তিযোদ্ধার মুখ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ এবং ক্রীড়া প্রতিযোগিতা।
মহান বিজয় দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে নারায়ণপুর ডিগ্রি কলেজের স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ কাউছার ও গীতা পাঠ করেন সেতু বণিক।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং প্রভাষক মুক্তার আহাম্মদ ও কাউছার মিয়ার যৌথ পরিচালনায় বিজয় দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রশিদ মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল মবিন প্রধান। বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোঃ রাসেল প্রধান, মোঃ জাহাঙ্গীর আলম মানিক।
সভায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, গভর্নিং বডির সদস্য মোঃ শাহীদ খালেদ প্রধান শামসু, মোঃ মানিক সরকার, মোঃ গোলাম রাব্বানী, মোঃ আবু সায়েম, জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়াসহ শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলাফ, চাকতি নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে জমজমাট ছিল শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের ক্রীড়ানুষ্ঠান। সব শেষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।