শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজ এই প্রথমবারের মতো চাঁদপুরের ঐতিহ্যবাহী বিজয়মেলায় ১৬ ডিসেম্বর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ১৫ ডিসেম্বর সন্ধ্যায়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ আরো নানা ধরনের সাংস্কৃতিক বিষয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণ রাখেন। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে কলেজ কর্তৃপক্ষ ও সম্মানিত অধ্যক্ষ মহোদয় কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বর্ণিল আলো দ্বারা সজ্জিত হয় সমস্ত কলেজ প্রাঙ্গণ। ১৬ ডিসেম্বর সকালবেলা মহান বিজয় দিবস উদ্যাপন ও মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত ও দাবা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে অত্র কলেজের একাদশ-দ্বাদশ, স্নাতক এবং মাস্টার্স শ্রেণীর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। এমনিভাবেই দিনব্যাপী মহান বিজয় দিবস উদ্যাপিত হয় চাঁদপুরের ঐতিহ্যবাহী সরকারি কলেজে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়