শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ
প্রেস বিজ্ঞপ্তি ॥

যথাযোগ্য মর্যাদায় গত ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে।

কর্মসূচির মধ্যে ছিল অঙ্গীকার বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজে রোভার এবং গার্লস ইন রোভার স্কাউট দলের অংশগ্রহণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

সূর্যোদয়ের পর প্রথম প্রহরে কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমানের নেতৃত্বে চাঁদপুরের ‘অঙ্গীকার’ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে কলেজের রোভার এবং গার্লস ইন রোভার স্কাউটের দুটি দল অংশগ্রহণ করে ‘ক’ গ্রুপে গার্ল ইন রোভার স্কাউট দল জেলায় তৃতীয় স্থান অর্জন করে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলকে নেতৃত্ব প্রদান করেন কলেজের সহকারী উপাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শিপন শেখ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক শাহজালাল লিটন।

বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বাংলা বিভাগের প্রভাষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান রুম্পা রাণী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির গভর্নিং বডির সদস্য মোঃ জাফর ইকবাল খান, সহকারী উপাধ্যক্ষ মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী, বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক কুমার চক্রবর্তী, বাংলা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল হেলাল, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক বদরুন নাহার প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। উপস্থিত ছিলেন কলেজের সকল প্রভাষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। পরে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়