শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন
এমকে মানিক পাঠান ॥

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদঞ্জের সাংসদ মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপ্রধানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহিদুল্লা তপাদার, সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, সাবেক ব্যাংকার মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে আগত সকল মুক্তিযোদ্ধার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করে আমাদেরকে একটি লাল-সবুজের পতাকা দিয়েছেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মানে তাঁদের সম্মানী ভাতা বাড়িয়েছেন। যে কারণে প্রত্যেক মুক্তিযোদ্ধা প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানী ভাতা পেয়ে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়