বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় হাইমচরে দোয়া
সাজ্জাদ হোসেন রনি ॥

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ জুমা উপজেলার অর্ধ শতাধিক মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। কাটাখালী, রায়ের বাজার, জনতা বাজার, হাইমচর বাজার, হাওলাদার বাজার, ডেলের বাজার, চরভৈরবী, কালাচকিদার মোড়, তেলির মোড় কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলা সদর আলগী বাজার সকল মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দেশনেত্রীর শারীরিক সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিকের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলমগীর হোসাইন।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল আখন, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আব্দুর রশীদ খান, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাঈল হোসেন গাজি, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ৬নং চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান আকাশ, শরীফ আহমেদ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসাইন, সদস্য সচিব মোঃ আহসান হাবিবসহ উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বাদ জুমা উপজেলার অর্ধ শতাধিক জামে মসজিদে দোয়া ও মিলাদ এবং বাদ আছর উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়