প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০
গত ১৯ নভেম্বর রাত ৮টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ৬ষ্ঠ মুড়ি উৎসব উদ্যাপন কমিটি ১৪২৮ বঙ্গাব্দ গঠন করা হয়। মোঃ ফারুক হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক এবং শংকর রায়কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উদ্যাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন-মানিক পোদ্দার, মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নূপুর, ইমতিয়াজ উদ্দিন মাসুদ ও সাইফুল ইসলাম রাসেল। ‘ভিন্ন পাত্রে মুড়ি খাই, করোনাকে বিদায় জানাই’-এই শ্লোগানকে ধারণ করে আগামী ২৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ৬ষ্ঠ মুড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর করোনার কারণে মাসব্যাপীর পরিবর্তে সপ্তাহব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। ৭দিনের এই আয়োজনে জাতি, ধম, বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ ফারুক হোসেন ভূঁইয়া।