প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
দুর্দশাগ্রস্ত ১ কিলোমিটার সড়ক : ৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ফরিদগঞ্জ উপজেলায় মাত্র ১ কিলোমিটার সড়কের জন্য ৫ গ্রামের হাজার হাজার মানুষের জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া দাখিল মাদ্রাসা থেকে সাইসাঙ্গা পর্যন্ত।
|আরো খবর
জানা গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের বেশ ক'টি সড়ক পাকাকরণ হলেও নোয়াপাড়া দাখিল মাদ্রাসা থেকে সাইসাঙ্গা পর্যন্ত ১ কিলোমিটার সড়ক বছরের পর বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কেউ। ফলে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় খানা-খন্দকে পরিণত হয়েছে। সড়কটি যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে লোকজন চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে তা পুরোপুরি চলাচল অযোগ্য হয়ে পড়ে। অথচ সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করছে নোয়াপাড়া দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বেশ ক’টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে নোয়াপাড়া, সাইসাঙ্গা, আস্টা, সুবিদপুর ও ষোলদানা গ্রামের কয়েক হাজার মানুষ।
শতবর্ষী আব্দুল খালেক জানান, এই সড়কটি আমরা নিজ হাতে মাটি কেটে নির্মাণ করেছি। আজও পর্যন্ত সড়কটি ঐ অবস্থায়ই রয়েছে। এই সড়কটিতে সরকারের কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। সড়কটির উন্নয়নের জন্য চেয়ারম্যান, মেম্বাররা এসে নানান প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, কিন্তু কাজ হয় না।
স্থানীয় বাসিন্দা শাহআলম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদে গ্রাম উন্নয়নের জন্য নগদ অর্থ বরাদ্দ দিলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান তার বাড়ির সামনে এবং আশে-পাশে উন্নয়ন করেছে। নির্বাচন ছাড়া আর কেউ এখানে আসে না।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, অনেকবার বলেও এই সড়কটির উন্নয়নের কোনো বরাদ্দ পাওয়া যায় নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া বলেন, কোনো বরাদ্দ না পাওয়ায় সড়কটির উন্নয়ন থেমে আছে।