প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী আওয়ামী লীগের ৬ নেতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জুড়ে বর্ধিত সভা করছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। গত দু'দিনে ৪টি ইউনিয়নের বর্ধিত সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে দলটি। ২৪ অক্টোবর রোববার বিকেলে ভোলদিঘি কামিল মাদ্রাসা মিলনায়তনে মেহের দক্ষিণ ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা নির্বাচনে সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন প্রমুখ।
|আরো খবর
সভায় দ্বিতীয় পর্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৬ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সামছুদ্দিন আহমেদ টুলিপ, আরিফুর রহমান মিজান, মোঃ ইকবাল হোসেন, বাহার উদ্দিন গাজী ও মাহবুবুর রহমান। এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ তাদের সমর্থকদের নিয়ে সভাস্থলে উপস্থিত হন। কয়েকজন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন।