সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুর রোটারী ক্লাবে গভর্নরের অফিসিয়াল ভিজিট ও অ্যাসেম্বলী সম্পন্ন

রোটারিয়ানদের লক্ষ্য একটাই মানুষের সেবা করা : জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী

রোটারিয়ানদের লক্ষ্য একটাই মানুষের সেবা করা : জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী
চাঁদপুর কন্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর রোটারী ক্লাবে গভর্নরের অফিসিয়াল ভিজিট ও অ্যাসেম্বলী ২২ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনের নুরুর রহমান কনফারেন্স হলে ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী জেলা গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, রোটারীর লক্ষ্য একটাই মানুষের সেবা করা। রোটারীর হুইলে ২৪টি কাঁটা আছে। এর অর্থ হলো রোটারী ২৪ ঘন্টাই মানুষের সেবা করে। আমাদের যখন রাত বিশে^র কোথাও তখন দিন। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন বিশ্বের কোথাও হয়ত কোনো রোটারিয়ান সেবামূলক কাজ করছেন। তিনি আরো বলেন, বর্তমান প্রেসিডেন্ট খুব সুন্দর একটি ভিজিট দিয়েছেন। সেজন্যে তিনিসহ পুরো বোর্ডকে ধন্যবাদ জানাই। এটি বাংলাদেশের মধ্যে অন্যতম পুরাতন ক্লাব। এ ক্লাবের সাবেক অনেকেই রোটারী জেলার নেতৃত্ব দিয়েছেন। চাঁদপুর রোটারী ক্লাব যে প্রাচীন ক্লাব তা কার্যক্রমের মাধ্যমেই ফুটে উঠে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রোটারী জেলা গভর্নরের সহধর্মিণী ও ফার্স্টলেডী মুনমুন আফরোজ, সিনিয়র সদস্য রোটাঃ আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, রোটারী পিস সেন্টারের চেয়ারপার্সন রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, অ্যাডিশনাল জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ পিপি অধ্যাপক পিপি মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, রোটাঃ মাহাবুবুর রহমান সেলিম, ডিস্ট্রিক্ট ইন্টার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ মহিউদ্দিন, কো-চেয়ারম্যান রোটাঃ আব্দুস সালাম প্রমুখ।

বিকেলে গভর্নর-ভিজিটের পর ক্লাবের ২৪৭০তম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সকলের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে সভার কার্যক্রম শুরু করেন ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ। প্রত্যয় পাঠ করেন রোটাঃ রফিকুল ইসলাম। এরপর জেলা গভর্নর ও অন্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ক্লাব নেতৃবৃন্দ। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন ক্লাব সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ এবিএম নজরুল আমিন চৌধুরী সাজু, রোটাঃ আলহাজ¦ হাফিজ মিয়া, রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, আইপিপি রোটাঃ নাছির উদ্দিন খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী, সহ-সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, সেক্রেটারী ইলেক্ট ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন ও রোটাঃ মাহাবুবুর রহমান সুমন, ট্রেজারার রোটাঃ রফিকুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটাঃ গোপাল সাহা, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর শাহানা ইসলাম, সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ সঞ্জয় অধিকারী, রোটাঃ জুয়েল হাসান, সদস্য রোটাঃ মহসীন পাঠান, রোটাঃ মাইনুল ইসলাম হক জীবন, রোটাঃ কবির হোসেন খান, রোটাঃ বজলুর রশিদ সোহেল, রোটাঃ সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গভর্নর-ভিজিটের পূর্বে দাতব্য চিকিৎসালয়সহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নকালে উপস্থিত ছিলেন ক্লাবের প্রবীণ সদস্য, সাবেক সভাপতি রোটাঃ আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম, রোটাঃ ডাঃ এসএম সহিদ উল্যাহ্ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়