প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষা অভিযানের ১৫তম দিন
দুই লাখ টাকার জাল জব্দ
মা ইলিশ রক্ষা অভিযানের ১৫তম দিনে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে নদীতে এ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাইশ দিনব্যাপী অব্যাহত থাকবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান। অভিযানের ধারাবাহিকতায় ১৮ অক্টোবর সোমবার পদ্মা-মেঘনায় ৫টি অভিযান পরিচালিত হয়। অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার জাল আটক করা হয় ।
|আরো খবর
এদিন চাঁদপুর সদরে ২টি, হাইমচর, মতলব উত্তর ও ফরিদগঞ্জে ১টি করে মোট ৫টি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এ সকল স্থান থেকে ০.০০৫০০ মেঃ টন ইলিশ আটক করা হয়। তবে এদিন বৃষ্টি থাকায় পদ্মা-মেঘনায় তেমন নজরদারি দেখা না যাওয়ায় ক’টি জেলে নৌকার অবস্থান পরিলক্ষিত হয়েছে।