রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১:৪৭

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে বিশেষ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি
মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে বিশেষ অভিযান

মা ইলিশ রক্ষার্থে চাঁদপুর জেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ২ নভেম্বর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং উত্তর মতলব উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), কোস্টগার্ড কর্মকর্তা ও ফোর্স, সদর নৌ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা।

অভিযানের ফলস্বরূপ ২৭জন জেলেকে নৌকাসহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা দায়ের করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৭ জন জেলের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযানের সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যা নদীতে পাতা অবস্থায় এবং আটককৃত নৌকা থেকে জব্দ করা হয়।

মা ইলিশ সংরক্ষণে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়