প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন নেতৃবৃন্দ। গতকাল সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়াম চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার প্রমুখ।
|আরো খবর
এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দুপুর ২টায় চাঁদপুরের অসহায় পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বাদ আসর বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী, শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও তবররুক বিতরণ করা হয়।