প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
শেখ রাসেল দিবস উপলক্ষে
মতলব উত্তরে একশ’ তাল গাছের চারা রোপণ
শেখ রাসেল দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় একশ’ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। ১৮ অক্টোবর সোমবার সকালে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের আয়োজনে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
|আরো খবর
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ পাভেল খান পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন ও উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ। পরে বিদ্যালয় মাঠের একপাশে একটি তাল গাছের চারা রোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস।
এ সময় তিনি বলেন, বজ্র্ররোধক তালগাছ নির্বিচারের কাটার ফলে প্রতিবছর বজ্রপাতে শত শত মানুষ মারা যাচ্ছে। আগামী প্রজন্মকে বজ্রপাত থেকে রক্ষায় জনপ্রতি একটি করে তাল গাছ রোপণ করা দরকার। তিনি আরো বলেন, আমাদের দেশে তালগাছ কমে যাওয়ায় বর্ষা মৌসুমের প্রায় সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশি বেশি তাল বীজ বপন বা চারা রোপণ করতে হবে। তালগাছ কৃষকের বন্ধু, এই গাছকে যতœ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতে দু’চারটি করে তালগাছের বীজ বপনের আহ্বান জানান।