সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

হাজী কাউছ মিয়ার ছোট মামা দেওয়ান দলিল উদ্দিনের চেহলাম

হাজী কাউছ মিয়ার ছোট মামা দেওয়ান দলিল উদ্দিনের চেহলাম
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের শীর্ষ করদাতা ও দানবীর সিআইপি হাজী মোহাম্মদ কাউছ মিয়ার ছোট মামা, রাজরাজেশ^র ইউনিয়নের প্রাক্তন জমিদার মরহুম আলহাজ্ব মৌলভী আব্দুস সালাম সাহেবের কনিষ্ঠপুত্র, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম দেওয়ান আবুল খায়ের ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম দেওয়ান খবির উদ্দিনের ছোটভাই, পুরাণবাজারের ব্যবসায়ী ও তাবলিগের মুরব্বী মরহুম আলহাজ্ব দেওয়ান দলিল উদ্দিনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর শুক্রবার মরহুমের নিজ বাড়ি সালাম মঞ্জিলে এ চেহলাম অনুষ্ঠিত হয়।

এছাড়া চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাদ্রাসা এবং পুরাণবাজার কবরস্থান মোহাম্মদিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম মৌলভী আঃ সালাম, দেওয়ান আবুল খায়ের, দেওয়ান খবির উদ্দিন, দেওয়ান দলিল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া হাজী মোঃ কাউছ মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া হয়।

চেহলাম অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, আমন্ত্রিত মেহমান, সাধারণ মানুষ, আলেমণ্ডওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট মঙ্গলবার সকাল নয়টায় পুরাণবাজার নিজ বাড়িতে হাজী মোঃ কাউছ মিয়ার ছোট মামা দেওয়ান দলিল উদ্দিন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুম আলহাজ্ব দেওয়ান দলিল উদ্দিন ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দীন আহমেদের শ^শুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়