প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা
সকলে মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
|আরো খবর
তিনি বলেন, আবহমানকাল থেকে হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ একসাথে আমাদের সকল উৎসব পালন করে থাকি। ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানে যেমন অন্য ধর্মের মানুষজন আমাদের সাথে উৎসবে যোগ দেয়, তেমনি আমরা পূজাসহ বিভিন্ন পার্বণে তাদের উৎসবে আনন্দিত হই। দীর্ঘকাল ধরে আমাদের এ ঐতিহ্য চলে আসছে। ফলে আমাদের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বহমান। যদিও দুষ্কৃতকারীরা চেষ্টা করে আমাদের এ চেতনার স্থানটিকে ভুলণ্ঠিত করতে। ২০০১ সাল পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে এর কিছু আলামত দেখেছি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারো সেই আবহ ফিরে এসেছে। এটি ধরে রাখতে আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন। সকলে মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।
তিনি ফরিদগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আসছে দুর্গাপূজায় আমাদের আনন্দ-উৎসবের সাথে সাথে করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকতে হবে।
বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, দাসপাড়া যুবসংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, চান্দ্রা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সভাপতি ডাঃ রিপন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, এ বছর ফরিদগঞ্জ উপজেলায় ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।