রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ২০টি পূজামণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ফরিদগঞ্জে ২০টি পূজামণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবছরের ন্যায় ২০২১ সালে ২০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আগামী ১১ অক্টোবর সোমবার ৬ষ্ঠী রাত্রি ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সব মণ্ডপেই পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। উৎসবকে ঘিরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ পূজা মণ্ডপগুলোর তালিকা সংগ্রহ করছেন।

প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাব মোবাইল টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

এ বছর যে সকল পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো : শ্রীশ্রী নারায়ণ জিউর আখড়া, ফরিদগঞ্জ সদর (থানার সামনে), দাসপাড়া যুব সংঘ (দাসপাড়া, ফরিদগঞ্জ), শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া (চান্দ্রা বাজার), খাড় খাদিয়া সার্বজনীন দুর্গা উৎসব (খাড় খাদিয়া), বাসারা সার্বজনীন দুর্গা উৎসব (বাসারা), আইটপাড়া পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গা উৎসব, তাম্রশাসন সার্বজনীন দুর্গা উৎসব, গুপ্টি সার্বজনীন দুর্গা উৎসব (গুপ্টি সেন বাড়ি), আস্টা সার্বজনীন দুর্গা উৎসব (আষ্টা বাড়ি), বৈচাতরী সার্বজনীন দুর্গা উৎসব (আষ্টা বাড়ি), আষ্টা সার্বজনীন দুর্গা উৎসব (রায় বাড়ি), শ্রীকালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গা উৎসব, শ্রীশ্রী ভগবতী সার্বজনীন দুর্গা উৎসব (গুপ্টি), শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ সার্বজনীন দুর্গা উৎসব (পশ্চিম গুপ্টি), শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম (কড়ৈতলী), শ্রীশ্রী নবকিশোর সার্বজনীন দুর্গা উৎসব (সাহাপুর), শ্রীশ্রী গোরঙ্গ মহাপ্রভূর মন্দির (দক্ষিণ ধানুয়া), শ্রীশ্রী রাধা গোবিন্দ হরিসভা (আলোনিয়া), শ্রীশ্রী সার্বজনীন দুর্গা উৎসব (দক্ষিণ রূপসা), শ্রীশ্রী সর্বমঙ্গলা সংঘ (রূপসা বাজার)সহ উল্লেখিত স্থানে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে।

ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা জানান, ১১ অক্টোবর থেকে পূজা আরম্ভ হবে। পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, এবারের পূজা মণ্ডপ প্রায় শতভাগ সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ধর্মীয় অনুষ্ঠানটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে উদ্যাপন করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি র‌্যাব এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় শারদিয় দুর্গোৎসবে দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি থাকতে হবে; যেন কোন উগ্র গোষ্ঠী পূজা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়