প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
পুরাণবাজার রয়েজ রোডে ছয়দিনের ব্যবধানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোড ও লোহারপুল এলাকায় ছয়দিনের ব্যবধানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। দুটি দোকানে একই কায়দায় অর্থাৎ দোকানের পেছন দিয়ে টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
|আরো খবর
৩ অক্টোবর দিবাগত রাতে রয়েজ রোডের বিপ্লব গোপের জোসনা আটা মিলের পাইকারি দোকানে চুরি হয়। দোকানের ম্যানেজার শংকর সাহা জানান, পার্শ্ববর্তী গালর্স্ স্কুল মসজিদের উপর দিয়ে চোর এসে দোকানের উপরের একটি টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৫/৬ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয় কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের জানানো হয়েছে।
অপর চুরির ঘটনা ঘটে একই সড়কের লোহারপুল শাহজাহান মুন্সীর মুদি দোকানে। গত ছয়দিন আগে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে এ দোকানে চুরি হয়।
দোকান মালিক শাহজাহান মুন্সীর ছেলে ছিদ্দিক জানান, দোকানের পেছন দিয়ে দুটি টিন খুলে চোর ভেতরে ঢুকে নগদ টাকা, ৪ হাজার টাকা দামের নকিয়া মোবাইল ফোন, দুই কার্টুন বেনসন, দেড় কার্টুন গোল্ডলিফ সিগারেট, ১৫ বোতল প্যারাসুট নারিকেল তেল, তিনটি সসের বোতল, অনেকগুলো সুগন্ধি সাবানসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এর আগে পার্শ্ববর্তী ঘোষপাড়া মহল্লায় বিভিন্ন সময় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।