প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
ইলিশের দামে আগুন, বড় সাইজের কেজি ১৪শ’ থেকে ১৬শ’ টাকা!
চাঁদপুরে চাহিদা বেশি থাকায় ইলিশের দাম ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়। এসব ইলিশ স্থানীয় পদ্মা-মেঘনা এবং ভোলা থেকে এসেছে। আর দাম বেশি হলেও এসব ইলিশ কিনতে ঘাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের চাপ সামলাতে দূর-দূরান্তে ইলিশ পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ১ অক্টোবর শুক্রবার চাঁদপুর বড়স্টেশনের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।
|আরো খবর
মাছঘাটে বড় ভাই মুরাদের জন্যে ইলিশ কিনতে আসা ক্রেতা সাংবাদিক আলম জানান, ১৭ কেজি ওজনের ১২টি ইলিশ ২৪ হাজার ৯০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। এক একটি ইলিশের দাম পড়েছে ১ হাজার ৪১০ টাকা করে। তিনি বলেন, মাছঘাটে ইলিশ ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতা বেশি, ইলিশ আমদানি কম। তাই দামও বেশি।
পলাশ, মিজান, রিয়াজসহ আরো অনেকে জানান, বাসা থেকে ইলিশ কিনতে ঘাটে এসেছি। ভেবেছিলাম ১ কেজি সাইজের ইলিশ সর্বোচ্চ ৯০০ থেকে ১০০০ টাকা হবে। কিন্তু এখন এসে দেখি ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মানুষের ভিড়ে ইলিশ কিনতে দাঁড়াতে পর্যন্ত পারছি না। তবুও আমরা আশা করছি ৪/৫ কেজি ইলিশ কিনবো।
এ ব্যপারে বাবুল হাজী, আলী আকবর, কুদ্দুস খান, ফারুক চোকদারসহ একাধিক আড়তদার জানান, ভারতে ইলিশ পাঠানোর তেমন প্রভাব আমাদের এই মাছঘাটে নেই। স্থানীয় ক্রেতাদের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছি। লোকাল নদীতে মাছ নেই এবং দক্ষিণাঞ্চলের নদীতেও ইলিশ না থাকায় আমদানি কম। তাই ক্রেতাদের চাহিদা সামলাতে ইলিশের দাম কয়েকগুণ বেড়ে গেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার জানান, ১ কেজি সাইজের পদ্মা-মেঘনার ইলিশের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর এ সময় এই ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা থাকলেও এবার ইলিশের বাজারে আগুন। প্রচুর লোক ইলিশ কিনতে ঘাটে আসলেও দিনে ২০০ মণ ইলিশও বিক্রি করা যাচ্ছে না। আমদানি কম থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা অনলাইনেও ইলিশ বিক্রি কমিয়ে দিয়েছি।
চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান, ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান আগামীকাল ৪ অক্টোবর থেকে শুরু হবে বলে ঘাটে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। কিন্তু মাছ কম থাকায় চাহিদা বেশি হওয়ায় ইলিশের দাম তুলনামূলক বেশি রাখতে হচ্ছে। চাপ সামলাতে আমরা অনলাইনে ইলিশ বেচাও অনেকটা কমিয়ে দিয়েছি। আধা কেজি ওজনের ইলিশ ৭শ’ থেকে ৮শ’ টাকা এবং ১ কেজি বা তার একটু বড় সাইজের ইলিশ ১৪শ’ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে ২ কেজি ওজনের চেয়ে তেমন একটা বড় ইলিশ ঘাটে নেই। এ সময় তিনি মা ইলিশ রক্ষা অভিযান সঠিক সময় দেয়া হচ্ছে না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, অনলাইনে ইলিশ বেচাকেনায় মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় ঘাটে ইলিশের দাম বেড়ে গেছে। তাছাড়া মা ইলিশ রক্ষা অভিযান শুরু হওয়া এবং ভারতে ইলিশ পাঠানো ও ছুটির দিন হওয়ায় ইলিশের দাম বেশি হতে পারে। মা ইলিশ রক্ষা অভিযানের তারিখ কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় সকলের সাথে সমন্বয় করেই দেয়া হয়েছে। দেশের ইলিশ সম্পদ রক্ষার বৃহৎ স্বার্থে আমরা এই অভিযান বাস্তবায়ন করতে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি।