প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিএনপি নেতা আক্তার মাঝি এখন কিছুটা সুস্থ
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি তার অসুস্থতায় চিকিৎসাশেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন। ঢাকাতে চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ। তাকে বাসায় দেখতে যাওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী নেতা-কর্মীবৃন্দ সূত্রে এমন তথ্য জানা গেছে। সম্প্রতি তিনি ফুসফুস জনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর শারীরিকভাবে এখন তিনি আগের চেয়ে একটু ভালো আছেন বলে জানা যায়।