প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মতলবে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
মতলব দক্ষিণে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।
২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার নিকট স্মারকলিপি দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ শেখ, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।