রবিবার, ২০ অক্টোবর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শাহরাস্তি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। এতে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুল হান্নান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, শাহরাস্তি উপজেলা জামিয়াতুল মোদাররেছিনের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নিকট স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়