শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ফরিদগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিতেশ চন্দ্র শর্মার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ হতে দুর্নীতি দূর করতে হলে শিক্ষার্থীদের সঠিকভাবে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা রাখতে হবে। সেই লক্ষ্যে বিদ্যালয়গুলোতে সততা স্টোর স্থাপন করা ও সততা সংঘ তৈরি করা হয়েছে।

আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিনা আক্তার, চাঁদপুর জেলা দুদকের সহকারী পরিদর্শক অভিজিৎ দে। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক সদস্য মোঃ ফকরুল ইসলাম। রচনা প্রতিযোগিতায় ফরিদগঞ্জ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুপ্রক ফরিদগঞ্জ উপজেলার সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়