প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
হাইমচরে উপজেলা সদর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
হাইমচর উপজেলা সদর আলগীবাজার ও বিভিন্ন সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন।
৭ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, থানা রোড, হাসপাতাল রোড এবং আলগীবাজারে সড়কগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাদের দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা জানি বাংলাদেশ নতুন রূপে গঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভূমিকা ছিলো বেশি। এতোদিন দেশে লিয়াজুঁ করে ধীরগতিতে কাজ চলে আসছিল। সামনে যেন যে কোনো কাজ দ্রুত সময়ে শেষ হয় সে লক্ষ্যে শিক্ষার্থীদের আহ্বানে হাইমচর উপজেলা সদর আলগীবাজারের আশেপাশের জায়গা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমাদের এ কাজের পরিধি আরও বাড়বে। আমরা উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলবো।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলার হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।