প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
জিয়া পরিষদের মিলাদ ও দোয়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জিয়া পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়া হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়ায় অংশ নেন পরিষদের নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
মিলাদে অংশ নেন চাঁদপুর জেলা জিয়া পরিষদের সভাপতি অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, যুগ্ম সম্পাদক এসএম মোর্শেদ সেলিম, সহ-সভাপতি ফারুক খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।