বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

ক্রিকেটার প্রীতি ও ফুটবলার রামাকান্তর পরিবারের সদস্যদেরকে জেলা ক্রীড়া সংস্থার আর্থিক অনুদান প্রদান

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
ক্রিকেটার প্রীতি ও ফুটবলার রামাকান্তর পরিবারের সদস্যদেরকে জেলা ক্রীড়া সংস্থার আর্থিক অনুদান প্রদান

ঢাকা ও সিলেটে অনুশীলনকারী চাঁদপুরের প্রীতি ও রামাকান্তের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার দুই খেলোয়াড়ের বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। এ সময় খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জাম কেনার জন্যে জেলা প্রশাসক খেলোয়াড়দের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

ক্রিকেটার প্রীতি সাহার বাড়ি পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিকেএসপিতে ক্রিকেট অনুশীলনে রয়েছেন। আর্থিক অনটনের মধ্যেও তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ফুটবলার রামাকান্তর বাড়ি চাঁদপুর শহরের স্বর্ণখোলা সুইপার কলোনিতে। তিনি সিলেট বিকেএসপিতে দীর্ঘদিন ধরে ফুটবল অনুশীলনে রয়েছেন।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, চাঁদপুরের সন্তান প্রীতি ও রামাকান্ত দুজনে জড়িত রয়েছেন খেলাধুলার সাথে। এর মধ্যে প্রীতি সাহা ক্রিকেটে এবং রামাকান্ত ফুটবলে রয়েছেন। দুজনেই দু বিকেএসপিতে অনুশীলন করছেন। দু পরিবারের পক্ষ থেকেই আমাদের কাছে তাদের খেলাধুলার জন্যে সহযোগিতা চাওয়া হয়েছিলো। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাননীয় জেলা প্রশাসক কামরুল হাসান স্যার দু খেলোয়াড়ের বাবার হাতে অনুদান তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়