প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রাহঃ)-এর ৬৫তম ওফাত বার্ষিকী পালিত
২৫ মে শনিবার বাদ আসর হাজীগঞ্জের আলীগঞ্জস্থ হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদ কমপ্লেক্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার আয়োজনে কুতুবুল আউলিয়া, বানিয়ে জামেয়া, আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), শায়খুল মাশায়েখ, আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)-এর ৬৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে সালানা ওরস মোবারক ও দাওয়াতে খায়ের মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাজীগঞ্জ পৌর গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান তালুকদার (শাহা)'র সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহজামাল তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের মোতাওয়াল্লি কাজী মোস্তাফিজুর রহমান (নয়ন), ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী নূরুর রহমান বেলাল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসানুজ্জামান, দাওয়াতে খায়ের সম্পাদক মুফতি আ.ন.ম ছাইফুল্লাহ কাদেরী, হাজীগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি ও হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুল কাদের বাগদাদী, সহ-সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার, সাধারণ সম্পাদক ক্বারী বেলাল হোসাইন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওঃ মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মামুন, শাহজালাল, জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওমর ফারুক সুমন দর্জি, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম বাবলা, মেহেদী হাসান পলাশসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ পৌর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাদ মাগরিব নেতা-কর্মীদের নিয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।