শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে আটঘাট বেঁধে আকবর হোসেন মনিরের নির্বাচনী মাঠে নেতা-কর্মীরা

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে আটঘাট বেঁধে আকবর হোসেন মনিরের নির্বাচনী মাঠে নেতা-কর্মীরা

ফরিদগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে রয়েছেন ৩ জন। ইতোমধ্যেই উপজেলা সদর, পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়ামহল্লায় নির্বাচনের আমেজ বিরাজ করছে। ভাইস চেয়ারম্যান পদে অন্যতম প্রার্থী সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আকবর হোসেন মনির।

আটঘাট বেঁধে তার তালা মার্কার সমর্থনে মাঠে নেমেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তার সমর্থনে প্রচার প্রচারণা করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আকবর হোসেন মনিরকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করার লক্ষ্যে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তালা প্রতীকের হয়ে মাঠে নেমেছেন।

এছাড়া তালা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনের মাঠে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নির্বাচনের বিষয়ে আকবর হোসেন মনির বলেন, আমি বাল্যকাল থেকেই মানুষের সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছি। নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (তালা) নিয়ে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে কৃতজ্ঞতাস্বরূপ মানুষের সেবা করে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়