প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে রোগীদের সেবাদানের জন্যে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবাদানের জন্যে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে । ১২ মে রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় রোগীদের সেবাদানের জন্য ইসিজি, সাকার, সেল কাউন্টার, পেশেন্ট মনিটর, চিকিৎসার কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ ডিজিটাল যন্ত্র সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের হাতে তুলে দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, হাসপাতালের কন্সাল্টেন্ট ডাঃ মোঃ আহসানুল কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।
সেরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়