প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন
পৌর ৭নং ওয়ার্ডে আইয়ুব আলী বেপারীর ব্যাপক গণসংযোগ
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৭নং ওয়ার্ডের জামতলা কাচ্চা কলোনী, নিশিবিল্ডিং, কবরস্থান রোড, কুলিবাগান, খ্রিস্টান কবরস্থান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকা, লঞ্চঘাট, টিলাবাড়ি, যমুনা রোড, ক্লাবরোড, পাইলট হাউজ, বড় স্টেশন মোলহেড, পুরাতন লঞ্চঘাট ও মাছঘাট এলাকায় নেতা-কর্মীদের নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও দোয়াত কলম মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা মাহমুদ আহমেদ মিঠু, আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, নজরুল ইসলাম বাদল, মুকবুল হোসেন মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ গোলাম হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মামুন জমাদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছার তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন মাঝি, মৎস্যজীবী লীগ নেতা শাহআলম মল্লিক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা অনিক সরকার, বিপ্লব খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।