প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০
চাকুরি স্থায়ীকরণে পল্লী বিদ্যুৎ সমিতি-১ লাইন ক্রু লেভেল-১-এর কর্মবিরতি
সারাদেশের ন্যায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় কর্মরত লাইন ক্রু লেভেল-১ কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে। চাকুরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে সারাদেশের ৮০টি সমিতির ৫ হাজার লাইন ক্রু লেভেল-১ একযোগে এই কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার (৯ মে) চাঁদপুর পল্লী বিদ্যুৎ-১-এর সদর সপ্তরের সামনে আয়োজিত কর্মবিরতিতে এসব ক্রু তাদের দাবি-দাওয়াসহ বৈষম্যের বিষয়গুলো তুলে ধরে বক্তব্য দেন।
চাকুরি স্থায়ীকরণ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তারা বলেন, আমরা চুক্তি থেকে মুক্তি চাই। যাদের চাকুরি স্থায়ী তাদের সাথে আমাদেরকে একই ধরনের কাজ করতে হয়। একই যোগ্যতা, একই প্রশিক্ষণ, তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার ? নির্দিষ্ট বেসিক নেই, গ্র্যাচ্যুয়িটি নেই, দুর্ঘটনায় পিবিএস তেমন কোনো সহযোগিতা করে নি। গত দুবছরে কাজ করতে গিয়ে আমাদের ১৬ জন লাইন ক্রু লেভেল-১ মারা গেছেন, ৫০ জন আহত হয়েছেন। কিন্তু তাদের পরিবার তেমন কোনো সহযোগিতা পায় নি। অন্যদিকে যারা স্থায়ী তারা তো সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন। আমাদের কাজটি সবচে’ ঝুঁকিপূর্ণ কাজ। এখানেই চুক্তিভিক্তিক নিয়োগ হবে কেনো? আমাদের ক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন। আমাদেরকে দিয়ে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করানো হচ্ছে। আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নেই। আরইবি আমাদেরকে আশ্বাস দেয়ার পরও আমাদের চাকুরি নিয়মিত করা হচ্ছে না। আমাদের চাকুরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত এ দাবিতে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলের লাইন ক্লু লেভেল-১-এর সাইফউদ্দিন,আবুল কালাম, রাব্বিল, আলমগীর, সবুজ রবিউলসহ অন্যরা।