প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০
কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নির্বাচনী গণসংযোগ
আমার দ্বারা মানুষের কল্যাণ হলে জনগণ আমাকে পাস করাবে
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল ৯ মে বৃহস্পতিবার সারাদিন চাঁদপুর জেলা শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার, হানারচর ও বলিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।
তিনি ওইসব এলাকার অনেক ভোটার ও দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে সালাম ও কুশল বিনিময় করেন এবং ২১ মে কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, জনগণের কাছে আমার বড় পরিচয় আমি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী। যার ভেতর কোনো ভেজাল নেই। বঙ্গবন্ধু আমাদেরকে যে রাজনীতি দেখিয়ে গেছেন, তাতে মানুষের কল্যাণ নিহিত। সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়া, আমার দ্বারা মানুষের কল্যাণ হলে জনগণ আমাকে এই নির্বাচনে পাস করাবে এবং পুনরায় তাদের সেবা করার সুযোগ দিবে।
এইদিন দুপুরে নাজিম দেওয়ান পুরাণবাজার লোহারপুল থেকে শুরু করে বাকালিপট্টি, মাছবাজার, ফলপট্টি, বাতাসা পট্টিসহ বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করে ভোটারদের কাছে কাপ পিরিচ মার্কায় ভোট চান।
এ সময় দলীয় নেতা-কর্মীসহ তার কর্মী-সমর্থকবৃন্দ সাথে ছিলেন।
তিনি বিকেলে হানারচর এবং বালিয়া ইউনিয়ন সফর করে সেখানে নির্বাচনী গণসংযোগ, প্রচার প্রচারণাসহ কাপ পিরিচ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।