শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

রোববার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস

শনিবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি

মিজানুর রহমান ॥
রোববার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস

নদীকেন্দ্রিক জেলা চাঁদপুরে শনিবারের চেয়ে গতকাল রোববার তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। তবে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা রোববার কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ সোমবারও তাপমাত্রা এ রকমই থাকতে পারে। রোববার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানের মতো চাঁদপুরেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা এই মাসে ২৮ দিন ধরে অব্যাহত আছে, যা ৭৬ বছরের ইতিহাসে রেকর্ড। বৃষ্টিপাত না হওয়ায় চাঁদপুরের জনজীবনে গরমের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অব্যাহত তাপপ্রবাহে মানুষ দিশেহারা। বৃষ্টির জন্যে আল্লাহর রহমত কামনা করে বিভিন্নস্থানে দুই রাকাত বিশেষ নফল নামাজ আদায় করছেন তারা।

তীব্র গরমে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। রাস্তায় রিকশা-ইজিবাইক, ঠেলাগাড়ি, ভ্যানরিকশা নিয়ে যারা বের হয়েছেন, তারা ঘেমে একাকার হয়ে উঠেছেন। রাস্তার তাপে যেনো পুড়ে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা। একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন অনেকেই।

নতুন করে সারাদেশে আবারও ৭২ ঘন্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘন্টা করে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। ফলে তাপপ্রবাহের সতর্কতার (হিট অ্যালার্ট) মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া বিভাগ। সেই মেয়াদ শেষ হয়েছে গত শনিবার।

গত কিছুদিন ধরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ৩১ মার্চ থেকে টানা বইছে এ তাপপ্রবাহ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। অধিকাংশ অঞ্চলে দাবদাহের কারণে জনজীবন বিপর্যস্ত। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়