শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় সাকিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কচুয়ায় সাকিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার বহুল আলোচিত আইসক্রীম ফ্যাক্টরির কর্মচারী সাকিব (১৬) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় অধিবাসীরা। গতকাল রোববার বিকেলে উপজেলার দরিয়া হায়াতপুর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী আলী আহম্মদ, জাকির হোসেন, কাজী মনির হোসেন, শহীদ উল্লাহ ও সাকিবের পিতা হালিম।

বক্তারা বলেন, সাকিব হত্যা মামলার ২নং আসামী আলাউদ্দিন মেম্বার সম্প্রতি গ্রেফতার হলেও ১নং আসামীসহ অন্যান্য আসামী আজও গ্রেফতার হয়নি। অবিলম্বে বাকি আসামীদের গ্রেফতার করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। উক্ত মানববন্ধন ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোকজন অংশ নেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি সেঙ্গুয়া বাজারে আইসক্রীম ফ্যাক্টরির কর্মচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের হালিমের পুত্র সাকিব (১৬)কে ফ্যাক্টরির সামনে সকাল ১১টায় মৃতপ্রায় অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাকিবের বাবা হালিম মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। গত ২২ আগস্ট চাঁদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই মামলার আসামী আলাউদ্দিন মেম্বারকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়