প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে মোঃ রাকিব মাঝির গণসংযোগ
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তরুণ ও মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি। ১১ মার্চ সোমবার তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিদের সাথে নিয়ে দুটি ইউনিয়নে ক্লান্তিহীন গণসংযোগ করেন।
এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর বাজার, বহিরিয়া বাজার, লক্ষ্মীপুর বাজার, ১৩নং হানারচর ইউনিয়নের চৌরাস্তা বাজার, হরিণা ফেরিঘাট, হরিণা বাজারসহ প্রতিটি হাট-বাজারে সকল শ্রেণী-পেশার মানুষদের সাথে কুশল বিনিময়, দোয়া এবং ভোট কামনা করেন।
মোঃ রাকিব মাঝি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। তাই বার বার আপনাদের কাছে ছুটে আসছি, আপনাদের দোয়া ও সমর্থনের প্রত্যাশায়। তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন জনপ্রতিনিধি। ছোট বেলা থেকেই আমি মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকে আমি চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে সে সুযোগটি করে দিবেন। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
মোঃ রাকিব মাঝির নির্বাচনী গণসংযোগে রাজরাজেশ্বর ইউনিয়নের গণ্যমান্য মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।