প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ সোমবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খুবই আন্তরিক ও ভালো মানুষ। এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে খেলাধুলাও করতে হবে। খেলাধুলা মনকে সতেজ রাখে। তোমাদের ভালো মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করতে হবে। আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি কচি-কাঁচা শিক্ষার্থীদের।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, রাঢ়ীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং প্যানেল চেয়ারম্যান ও মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোস্তফা মিজি (ভান্ডারী) প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, মোহসেনা আক্তার, মোঃ নজরুল ইসলাম মিজি, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, মোঃ ইয়াছিন খান, অভিভাবক মোঃ হাসান মুন্সি সহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ ইমরান। পরে অতিথিদের ব্যাজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।