প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
ফরাযীকান্দী কামিল মাদ্রাসার প্রভাষক রেজাউল করিমের ইন্তেকাল
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফরাযীকান্দী ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও মৌচাক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম গাজী (৪৭) আর বেঁচে নেই। তিনি ৯ মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজেউন)।
মরহুমের জানাজার নামাজ রোববার সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী আনন্দ বাজার অটোস্ট্যান্ডস্থ নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমের মামা ও চান্দ্রা সামাদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ মনির আহমদ, ফরাযীকান্দী ওয়ায়েসিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওঃ মোঃ ফরহাদুল হাসান প্রমুখ। জানাজায় বিপুল পরিমাণ ওলামায়ে কেরামের উপস্থিতি দেখা গেছে। পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও নয় মাসের মাহফুজ করিম নামের সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষায় অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা কাদরিয়া তৈয়্যবিয়া আলিয়া থেকে কামিল ও হাজীগঞ্জ সুহিলপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে হিফজ শেষ করেন। তারা বাবা মরহুম মুসলিম মাস্টার চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।