প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে মিছিল সমাবেশ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা। ১০ মার্চ রোববার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার গেইট হতে মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে এসে শেষ হয়।
পরে ফরিদগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহির সঞ্চালনায় প্রধান অতিথি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও চাঁদপুর জেলা জমিয়তে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কাউছার খান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।