প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার মিলাদ ও দোয়া
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল ৯ মার্চ শনিবার বাদ আসর শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরীয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর মরহুম পিতাসহ সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর স্ত্রী ও নবজাতক সন্তান, সদস্য সাংবাদিক শেখ আল মামুনসহ সংগঠনের সকল অসুস্থ সহকর্মী এবং মৃত সহকর্মীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবদুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, এমএম কামাল, সদস্য গাজী মোঃ ইমাম হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।