সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০

সুবিদপুরে মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের ইফতার সামগ্রী বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি ॥
সুবিদপুরে মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের ইফতার সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নে গরিব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মোল্লা ডেভলপমেন্ট লিমিটেড। রোববার সকালে ৩নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক গরিব অসহায়ের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুরি, খেজুর, চিনি।

মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফারুক মোল্লা রিপনের অনুপস্থিতিতে ইফতার বিতরণ করেন মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাহবুব মোল্লা সোহাগ, ৩নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, রিপন মোল্লার মামা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ, আব্দুল মান্নান, জানিবুল হক জুয়েল, জামাল বেপারী, ইউপি সদস্য আঃ হান্নান, দুলাল মেম্বার, মোঃ নজরুল ইসলাম, বাবু, এমরান হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক মোল্লা রিপন দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করে আসছেন এবং সেখানে তিনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িয়ে আছেন। তিনি এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন থেকে এলাকার গরিব অসহায়দের সহযোগিতা করে আসছেন এবং এলাকার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তার সহযোগিতার হাত লাগেনি। আগামীতে যেনো আরও বেশি বেশি করে দান অনুদান দিতে পারেন তার জন্য ফারুক মোল্লা রিপনের পক্ষে দোয়া চেয়েছেন তার ভাই এবং মোল্লা ডেভলপমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাহবুব মোল্লা সোহাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়