প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ স্লোগানে কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আব্দুস সালাম সওদাগর, আলমগীর হোসেন, কবির হোসেন, খন্দকার আরিফুজ্জামান আরিফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগণ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণ ও গ্যাস সিলিন্ডারের ছড়িয়ে পড়া আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।