প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
‘দুর্যোগে প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ শ্লোগনকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ রোববার বিকেলে র্যালি, ভূমিকম্প ও অগ্নিবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার।
আলোচনা শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।